Tuesday, December 27th, 2022, 6:51 pm

আবারও মা হলেন শার্লিন ফারজানা

অনলাইন ডেস্ক :

আবারও মা হয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা। গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ অভিনেত্রী। শার্লিন জানিয়েছেন, তিনি ও তাঁর সন্তান দুজনেই ভালো আছেন। সন্তানের নাম রেখেছেন ওয়াকিয়াহ রেহানা এহসান। এর আগে ২০২০ সালে ১ নভেম্বর অভিনেত্রীর কোলজুড়ে এসেছিল প্রথম সন্তান, নাম ইয়াসিন এহসান। ২০১৯ সালের ২৩ নভেম্বর আইটি কোম্পানির মালিক এহসানুল হকের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেত্রী। ২০১৯ সাল থেকে অভিনয়ে নেই শার্লিন ফারজানা। ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন। দীর্ঘদিন কাজ করেছেন নাটকে। তাঁর মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’।