অনলাইন ডেস্ক :
ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে ফর্টিস এফসিকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। গোল দুটি করেছেন আসরর গফুরভ। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধেই হয়েছে গোল দুটি। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে। জয়সূচক গোলটি ডেভিড ওজোকাউয়ের। এই দুটি ম্যাচই ছিল ‘বি’ গ্রুপের। এবারের ফেডারেশন কাপ হচ্ছে সপ্তাহের মাঝে কেবল মঙ্গলবারে। গত সপ্তাহে এ গ্র“পের খেলায় জয় তুলে নিয়েছিল শেখ জামাল ও মোহামেডান। ‘বি’ গ্রুপে এখন এগিয়ে কিংস ও চট্টগ্রাম আবাহনী। ফর্টিসের বিপক্ষে গত সপ্তাহে লিগেও মুখোমুখি হয়েছিল কিংস। তাতেও একই ব্যবধানে জয় ছিল। আজও প্রথমার্ধ গোলশূন্য থাকার দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে দেন গফুরভ। কর্নার থেকে হেডে গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ফর্টিস এরপর সমতায় ফেরার জোর চেষ্টা চালালেও অতিরিক্ত সময়ে মিগেল ফিগেইরার কাটব্যাকে গফুরভের আরেক গোলে জয় নিশ্চিত হয় কিংসে।
আরও পড়ুন
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের