January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 27th, 2022, 7:21 pm

জামোরানোর চোখে এমবাপ্পে ও হালান্ডের চেয়ে সেরা আলভারেজ

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। গোলসংখ্যায় মেসির পরই অবস্থান হুলিয়ান আলভারেজের। সেমিফাইনালে দুই গোলসহ মোট ৪টি গোল করেছেন তিনি। সেই তরুণকে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের চেয়েও এগিয়ে রাখছেন চিলির সাবেক ফরোয়ার্ড ইভান জামোরানো। আর্জেন্টিনার পত্রিকা ওলেকে দেওয়া সাক্ষাৎকারে জামোরানো বলেন, ‘সনাতন ঘরানার একজন সেন্টার ফরোয়ার্ড হিসেবে বলছি, এই সময়ের স্ট্রাইকারদের মধ্যে হুলিয়ান আলভারেজই এগিয়ে। সব জায়গাতেই ভালো খেলতে পারে সে। উইংয়ে খুবই ভালো খেলছে। নিজেদের অর্ধেও ভালো, বলা যায় প্রথম ডিফেন্ডার। বাকিদের সঙ্গে একত্র হয়ে খেলতে পারে, বুদ্ধির ব্যবহারও ভালো জানে সে। ডান কিংবা বাঁ – দুই পায়েই সমান পারদর্শী। স্বল্প কিংবা দীর্ঘ – উভয় দূরত্বে খেলার মতো শারীরিক সক্ষমতাও আছে তাঁর। এইসব কিছুই ক্রোয়েশিয়ার বিপক্ষে তার একক প্রচেষ্টায় করা গোলে দেখেছি আমরা। ’ ফরাসি তারকা এমবাপ্পে ও নরওয়ের তারকা হালান্ডের প্রসঙ্গে জামোরানো বলেন, ‘হালান্ড উইংয়ে ভালো খেলে না। আর এমবাপ্পেকে আমরা ‘নাম্বার নাইন’ হিসেবে খুব একটা সক্রিয় দেখি না। আলভারেজ সবই করে।’