January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 27th, 2022, 8:16 pm

সিলেটে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে বাস ও গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পিকআপের হেলপার। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত পিকআপ চালক সাজন মিয়া (২৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গল্লা গ্রামের খোরশের আলীর ছেলে। আহত পিকআপ হেলপার একই গ্রামের আব্দুল মনাফের ছেলে নুরুল আমিন (২৬)।

তারা বেশ কিছুদিন ধরে উপজেলার দাউদপুর এলাকায় বসবাস করছে। আহত নুরুল আমিনকে তাৎক্ষণিক সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে বিআরটিসির একটি বাস ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় পিকআপ চালক সাজন মিয়া। এতে হেলপার নুরুল আমিন আহত হন। তাকে এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে আর সাজন মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে।

—-ইউএনবি