January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 1:18 pm

রাজধানীতে মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। একই সাথ সারা দেশে সিনোফার্ম ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও দেয়া হচ্ছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা গ্রহীতাদের ভিড় দেখা গেছে। লাইনে দীর্ঘ অপেক্ষার পর মিলছে কাঙ্খিত টিকা। এসএমএস ছাড়া কেন্দ্রে গিয়ে প্রতীক্ষার পর টিকা না নিয়েই ফিরতে হচ্ছে অনেককে।

এর আগে বৃহস্পতিবারের পর থেকে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ রেখে এ টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করতে নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ১২ই জুলাই দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেয়া শুরু হয় ১৪ই জুলাই থেকে। চাহিদা মতো সারা দেশে মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাঠানো হয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।