January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 9:17 pm

লাথাম-উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে লিড নিলো নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

টম লাথাম ও কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে লিড নিয়েছে সফরকারী সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৩৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৪০ রান করেছে নিউজিল্যান্ড। ৪ উইকেট হাতে নিয়ে ২ রানে এগিয়ে কিউইরা। লাথাম ১১৩ রানে আউট হলেও ১০৫ রানে অপরাজিত উইলিয়ামসন। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৬৫ রান তুলেছিলো নিউজিল্যান্ড। ১০ উইকেট হাতে নিয়ে ২৭৩ রানে পিছিয়ে ছিলো কিউইরা। লাথাম ৭৮ ও ডেভন কনওয়ে ৮২ রানে দিন শেষ করেছিলেন। বুধবার (২৮ ডিসেম্বর) তৃতীয় দিনের ষষ্ঠ ওভারে দলীয় ১৮৩ রানে নিউজিল্যান্ডের জুটি ভাঙেন পাকিস্তানের স্পিনার নুমান আলি। ১৭৬ বল খেলে ১৪টি বাউন্ডারিতে ৯২ রান করা কনওয়েকে বিদায় করেন আলি। কনওয়ে নার্ভাস-নাইন্টিতে ফিরলেও, টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন লাথাম। সেঞ্চুরির পর নিজের ইনিংসটা বড় করতে পারেননি পাকিস্তানের আরেক স্পিনার আবরার আহমেদের বলে আউট হওয়া লাথাম। ১০টি চারে ১৯১ বল খেলে ১১৩ রান করেন লাথাম। লাথামের আউটের পর মিডল-অর্ডার ব্যাটারদের নিয়ে লড়াই করেছেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে হেনরি নিকোলসের সাথে ৪১, চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলের সাথে ৬৫ ও পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলের সাথে ৯০ রান যোগ করেন উইলিয়ামসন। নিকোলস ২২, মিচেল ৪২ ও ব্লানডেল ৪৭ রানে আউট হন। দিনের শেষ বেলায় ৮৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৫তম সেঞ্চুরির স্বাদ পান উইলিয়ামসন। ২০২১ সালের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন সদ্যই নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক হওয়া উইলিয়ামসন। এ সময় ১০ ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরির করেন তিনি। দিনের খেলা শেষ হবার ২৫ বল আগে নিউজিল্যান্ডের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৫ রানে আউট হন মাইকেল ব্রেসওয়েল। এরপর ইশ সোধিকে নিয়ে দিন শেষ করেন উইলিয়ামসন। উইলিয়ামসন ২২২ বল খেলে ১১টি চারে ১০৫ রানে অপরাজিত আছেন। ২০ বল খেলে ১ রানে অপরাজিত সোধি। পাকিস্তানের আবরার ৩টি ও নোমান ২টি উইকেট নেন।