লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর অভিযোগ করা হয়েছে।
নিহতরা হলেন- দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২)।
বড়খাতা ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে মংলু ও সাদিকসহ কয়েক বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে যান ভারতীয় গরু আনতে। ভারতীয়দের সহায়তায় গরু নিয়ে পারাপারের সময় কাঁটাতারের এপাড়ে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান দুই বাংলাদেশি।
স্থানীয়রা জানায়, নিহত মংলু ও সাদিকের লাশ তাদের সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে এসেছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হবে।’
—ইউএনবি
আরও পড়ুন
হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে এলেন মেঘমল্লার বসু
ভোট গ্রহণে অনিয়ম: কার্জন হলের পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার
আনন্দঘন পরিবেশে ভোট, শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত : আবু বাকের