January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 29th, 2022, 8:17 pm

ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার

অনলাইন ডেস্ক :

সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শেষ হয়েছে ‘ওয়ালটন বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতা-২০২২’। এবারের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আনসার ৫টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৭টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। আর রানার্স-আপ হওয়া বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণ ও ৩টি রৌপ্যসহ মোট ৫টি পদক জিতে। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান (এনডিসি, পিএসসি)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিনটি ক্যাটাগারিতে দশটি ইভেন্টে প্রায় অর্ধশতাধিক বক্সারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের এই প্রতিযোগিতা। ক্যাটাগরি তিনটি হলো- সিনিয়র পুরুষ, সিনিয়র মহিলা ও জুনিয়র বালক। পুরুষ সিনিয়র বিভাগে ৪৮, ৫১, ৫৪ ও ৫৭, সিনিয়র মহিলা বিভাগে ৪৮, ৫০ ও ৫২ এবং জুনিয়র বালক বিভাগে ৩২, ৩৫ ও ৪৫ কেজি ওজন শ্রেণিতে লড়েন বক্সাররা। সিনিয়র বিভাগে বিভিন্ন সার্ভিসেস দল এবং জুনিয়র বিভাগে ঢাকার ক্লাবগুলোর বক্সাররা লড়েন। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।