নিজস্ব প্রতিবেদক, রংপুর:
উজ্জীবন একটি স্বাস্থ্য সচেতনতা মূলক স্বেচ্ছাসেবি অরাজনৈকি সংগঠন । রংপুরে উজ্জীবনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে । শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে শিক্ষা অফিস চত্বরে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল ও টাকা বিতরণ করা হয়। উজ্জীবন এর সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ জাবেদ আখতার, বিশেষ অতিথি ডাঃ মোঃ আব্দুস সালাম খান, সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ চান্দু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চার্লস ডারউইন। অন্যান্যদের বক্তব্য রাখেন উজ্জীবনের সদস্য পরমেশ্বর বর্মন, মোঃ শামছুল ইসলাম, মোঃ শফিকুল আলম, অধ্যাপক মোঃ শাকিল আহমেদ,মোঃ আব্দুর রহমান মিন্টু , মোঃ মোতালেব হোসেন প্রমূখ। উজ্জীবন নিয়মিত জেলা স্কুল মাঠে ব্যয়াম করে থাকে।এই অনুষ্ঠানে ৩৫০ জন দুস্থ,শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উজ্জীবনের সকল স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন