January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 2nd, 2023, 8:13 pm

আল নাসেরকে মদ্রিচের ‘না’

অনলাইন ডেস্ক :

বিপুল অর্থের বিনিময়ে সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মহাতারকাকে দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। দেশটির ঘরোয়া লিগে আল নাসের ততটা সফল নয়। তবে বড় বড় তারকাকে দলে ভেড়াতে টাকা খরচ করতে তাদের আপত্তি নেই। পর্তুগিজ মহাতারকার পর তারা ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকেও নাকি দলে নিতে চেয়েছিল! স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রোনালদোর সঙ্গে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মদ্রিচকে চেয়েছিল আল নাসের। তাকে নাকি লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছিল। এ বছরের জুলাইয়ে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩৭ বছর বয়সী মদ্রিচের। গুঞ্জন আছে, তার সঙ্গে হয়তো চুক্তি নবায়ন করবে না রিয়াল মাদ্রিদ। তবু মদ্রিচ তার সিদ্ধান্তে অনড়। উল্লেখ্য, রোনালদো এবং মদ্রিচ দুজনের বয়সই ৩৭। সিআরসেভেন হাল ছেড়ে দিলেও মদ্রিচ নাকি এখনও ইউরোপে খেলার স্বপ্ন দেখেন। এই দুজন ছাড়া রিয়াল মাদ্রিদের সাবেক তারকা সোর্হিও রামোসকেও দলে নেওয়ার চেষ্টা করছে আল নাসের। ৩৬ বছর বয়সী রামোস এখন পিএসজিতে আছেন। আগামী জুনে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।