অনলাইন ডেস্ক :
তিন বছর পর আবারো বিয়ের সানাই বাজছে বলিউডের কাপুর পরিবারে। অনিল কাপুরের কনিষ্ঠ কন্যা রিয়া কপুর বিয়ে করতে চলেছেন। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক কর্ণ বুলানি। শনিবার অনিলের জুহুর বাংলোতে ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হবে। অতিথি তালিকায় থাকবেন শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। ১৩ বছর ধরে কর্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে রিয়ার। অনিল-কন্যা প্রযোজিত ‘আয়েশা’-তে সহ-পরিচালক ছিলেন তিনি। কাজ করেছেন ‘ওয়েক আপ সিড’ সিনেমাতেও। এ ছাড়াও অসংখ্য বিজ্ঞাপন তৈরি করেছেন কর্ণ। কিছুদিন আগেই লন্ডন থেকে স্বামীসহ ফিরে এসেছেন সোনাম কাপুর। ২০১৮ সালের মে মাসে ঘটা করে বিয়ে করেছিলেন সোনাম কাপুর। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ খান, রণবীর সিং থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা সব তারকারা। রিয়ার বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকায় কারা থাকেন, আপাতত সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম
দেবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে যা বললেন জিৎ