January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 3rd, 2023, 8:12 pm

ব্রেন্টফোর্ডের মাঠে হারের শিকার অলরেডরা

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এবারের মৌসুমে বাজে পারফরম্যান্স অব্যাহত রয়েছে লিভারপুলের। এবার ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে হারের শিকার হয়েছে অলরেডরা। স্বাগতিকদের কাছে জার্গেন ক্লপের দল হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯৩৮ সালের পর এবার ফের ব্রেন্টফোর্ডের কাছে হারের লজ্জায় পড়ল লিভারপুল। ম্যাচের ১৯তম মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে দেন লিভারপুলের ডিফেন্ডার ইব্রাহিম কোনাটে। এরপর ৪২তম মিনিটে বেন্টফোর্ডের ইউয়ানে উইসা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পরপরই গোল করেন লিভারপুলের উরুগুইয়ান তারকা ডারউন নুনেজ। তবে ভিএআরের কারণে বাতিল হয় গোলটি। ৫০তম মিনিটে লিভারপুলের আলেক্স ওক্সলাডে চেম্বারলিন একটি গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তুলেন। কিন্তু ৮৪তম মিনিটে ব্রায়ান এমবেউমো গোল করে ব্রেন্টফোর্ডের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এই হারের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ নম্বরে রয়েছে লিভারপুল। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রেন্টফোর্ড। ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।