January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 3rd, 2023, 8:14 pm

প্রথম ওভারেই হ্যাটট্রিক, ইতিহাস গড়লেন উনাদকাট

অনলাইন ডেস্ক :

গত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট খেলার মধ্য দিয়ে এক যুগ পর সাদা পোশাকের দলে সুযোগ পেয়েছিলেন জয়দেব উনাদকাট। ম্যাচে তার শিকার ছিল ৩ উইকেট। এবার নতুন বছরের শুরুতেই রঞ্জি ট্রফির ম্যাচে হ্যাটট্রিক করে হইচই ফেলে দিলেন ভারতের এই বাঁহাতি পেসার। দিল্লির বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেছেন উনাদকাট। রঞ্জি ট্রফির ইতিহাসে ম্যাচের প্রথম ওভারে এটিই প্রথম হ্যাটট্রিক। এর আগে ২০১৭-১৮ মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ও তৃতীয় ওভার মিলিয়ে পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন বিনয় কুমার। এতদিন এটাই ছিল রঞ্জির দ্রুততম সময়ের হ্যাটট্রিকের রেকর্ড। প্রথম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উনাদকাটের তিন শিকার যথাক্রমে- ধ্রুব শোরে, বৈভব রাওয়াল ও যশ ধুল। হ্যাটট্রিক ছাড়াও ইনিংসে উনাদকাটে নিয়েছেন ৩৯ রানে ৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তার ২১তম পাঁচ উইকেট। ইনিংসের শেষ দুই বলেও উইকেট নিয়েছেন এই পেসার। তাই উনাদকাটের সামনে এখন আরও একটি হ্যাটট্রিকের হাতছানি।