চাঁদপুরে মেঘনা নদীতে অস্বাস্থ্যকর জেলি পুশ করা এক হাজার ২০ কেজি চিংড়ি উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে আলুবাজার ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চিংড়িগুলো উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ডের ঢাকা জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলুবাজার ফেরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রলার থেকে প্রায় এক হাজার ২০ কেজি ওজনের চিংড়ি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বিবেচিত জেলি পুশ করা চিংড়িগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাটিতে পুঁতে রাখা হয়।
—ইউএনবি

আরও পড়ুন
দক্ষিণ এশিয়ায় ৫ম, বিশ্বে ৭ম দুর্বল বাংলাদেশের পাসপোর্ট
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন গৌরব
সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার