January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 5th, 2023, 8:25 pm

খুলনার অধিনায়ক ইয়াসির

অনলাইন ডেস্ক :

খুলনা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল থাকলেও দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন তরুণ ইয়াসির আলী রাব্বি।  বৃহস্পতিবার (৫ জানুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে খুলনার টিম ম্যানেজমেন্ট। দারুণ সব ক্রিকেটার নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে খুলনা। নাসিম শাহ-ফখর জামানদের মতো ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, ইয়াসির আলী, নাসুম আহমেদের মতো তারকারাও আছেন। তবে খুলনার স্কোয়াডে বিদেশিদের মধ্যে পাকিস্তানের আধিক্য বেশি থাকায় খুলনাকে বিপদে পড়তে হবে। কেননা পাকিস্তান সুপার লিগের কারণে বিপিএলের মাঝপথেই পাকিস্তানি ক্রিকেটারদের চলে যেতে হবে। দেশি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে খুলনার একাদশে ছিলেন কেবল তামিম ইকবাল। তামিম অধিনায়কত্ব করতে না চাওয়াতেই মূলত ইয়াসিরকে দায়িত্ব নিতে হচ্ছে। যদিও খুলনার টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, তরুণদের প্রতিভা বিকশিত করতেই ইয়াসিরের মতো তরুণকে দায়িত্ব দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে ইয়াসিরকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা টাইগার্স ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম, ‘শুক্রবার থেকে এই মৌসুমের বিপিএল শুরু হচ্ছে। এই উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল ঘোষণা আছে। আমাদের টিম ম্যানেজম্যান্ট, কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবাল সবার সঙ্গে কয়েক বার আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে এসেছি- আমাদের অধিনায়ক হবেন ইয়াসির আলী রাব্বি।’ ইয়াসিরকে অধিনায়ক করার কারণ জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘তাকে অধিনায়ক করার কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছু সম্ভব। তাকে চেনানোর একটা সুযোগ পাওয়া উচিত। একবার সুযোগ পাওয়া উচিত নেতা হিসেবে গড়ে উঠার জন্য।’ খুলনার স্কোয়াড: তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিষ্কা ফার্নান্ডো, নাসিম শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ফন মিকেরেন, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, শারজিল খান, ফখর জামান, অ্যান্ড্রু বালবার্নি।