অনলাইন ডেস্ক :
বিশাল বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিলেও এখনো মাঠে নামা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিদেশি ফুটবলারের কোটা পূরণ হয়ে যাওয়ায় এই পর্তুগিজ তারকার রেজিস্ট্রেশন আটকে ছিল। অবশেষে সমাধান হলো সেই সমস্যার, নিবন্ধিত হলেন সিআরসেভেন। তবে রোনালদোর নিবন্ধন করতে গিয়ে দলটি হারাচ্ছে ক্যামেরুনের তারকা ভিনসেন্ট আবুবকরকে। সৌদি গণমাধ্যমের খবর, আবুবকরকে চুক্তি থেকে বাদ দিয়ে রোনালদোকে নিবন্ধনের পথ তৈরি করেছে আল নাসর কর্তৃপক্ষ। ফ্রি এজেন্ট হয়ে যাওয়া আবুবকরকে দেখা যেতে পারে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁর সঙ্গে আলোচনা করছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি। কাতার বিশ্বকাপে এই আবুবকরের গোলেই ক্যামেরুনের কাছে হেরেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিবন্ধন শেষ হলেও এখুনি মাঠে নামতে পারছেন না রোনালদো। ম্যানইউয়ের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার সময় এক এভারটন সমর্থকের ফোন ভাঙার দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা চলছে রোনালদোর ওপর।
আরও পড়ুন
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা