January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 8th, 2023, 8:09 pm

ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক পরিবর্তনের সিদ্বান্ত বরিশালের

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক পরিবর্তনের সিদ্বান্ত নিয়েছে ফরচুন বরিশাল। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তা। আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করেছে এ মৌসুমে দলের নেতৃত্ব দেবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। গত আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে মাত্র এক রানে হেরে রানার্স-আপ হয় সাকিবের নেতৃত্বাধীন বরিশাল। চলমান বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদি হাসান মিরাজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বিবৃতিতে বরিশালের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক নির্ধারণ করা হবে।’ তবে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানায়নি তারা। এদিন মিরাজের সঙ্গে টস করার কথা ছিলো সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তবে তার পরিবর্তে টস করতে আসেন মুশফিকুর রহিম। এ বিষয়ে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘অতীতের ইনজুরির কারণে ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায় মাশরাফির। নিজের পায়ে বেশ সুরক্ষা ব্যবহার করেন তিনি। যেহেতু অনেক সময় লেগেছে, এজন্য তার পরিবর্তে মুশফিক টস করতে আসেন।’ তবে মাশরাফির মাঠে থাকলেও ফিল্ডিং ও বোলিং পরিবর্তন করাসহ সব কিছু পরিচালনা করতে দেখা গেছে মুশফিককেই। সূত্র: বাসস