Tuesday, January 10th, 2023, 7:06 pm

রাঙামাটির পুলিশ ট্রেনিং সেন্টারে ৩ পুলিশ গুলিবিদ্ধ, ভর্তি

রাঙ্গামা‌টির কাউখালীর পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টার (‌পিএস‌টিএস) এ বা‌র্ষিক ফায়ারিং প্রশিক্ষণের সময় একজন নারীসহ তিন পু‌লিশ গু‌লি‌বিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বেতবু‌নিয়ায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- কনস্টেবল মিনু আরা বেগম (আকবরশাহ থানা)), অভি বড়ুয়া (বাকলিয়া থানা) ও সুমন কান্তি দে (বাকলিয়া থানা)। তারা তিনজনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল পদে কর্মরত আছেন।

ঘটনাস্থ‌লে উপ‌স্থিত প্রশিক্ষ‌ণের টিম লিডার সহকারী ক‌মিশনার ডি‌বি (প‌শ্চিম) সিএমপি ‌মো. তা‌রেক আজিজ ও কাউখালী থানার পু‌লিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এক‌টি টিম বা‌র্ষিক ফায়ার প্রশিক্ষ‌ণের জন‌্য বুধবার সকালে বেতবু‌নিয়া পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টা‌রে আসে তারা যথা‌নিয়মে ফায়া‌রিং প্রশিক্ষণও শুরু করে। চট্টগ্রাম পু‌লিশ লাইন‌সের‌ নারী কন‌স্টেবল নার‌গিছ আক্তার ফায়া‌রিং শুরু করলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তার হা‌তে থাকা অ‌স্ত্রও ঘুরে যায়। এতে তার হা‌তে থাকার অস্ত্রের গু‌লি‌তে চট্টগ্রামের পাহাড়তলী থানার নারী  কনস্টেবল মিনু আরা, কন‌স্টেবল অভি বড়ুয়া ও সুমন দে শরী‌রের বি‌ভিন্নস্থানে গু‌লি‌বিদ্ধ হয়।

পড়ে অন‌্যান‌্য সঙ্গীয় ফোর্সরা তা‌দের দ্রুত উদ্ধার ক‌রে চমেক হাসপাতা‌লে পাঠান। বর্তমানে তারা চমেক হাসপাতালে ভর্তি আছেন।

—-ইউএনবি