অনলাইন ডেস্ক :
ফ্রান্সের অধিনায়ক হয়েই ২০১৮ সালে হাতে তুলেছেন বিশ্বকাপের শিরোপা। টানা দ্বিতীয় বিশ্বকাপও প্রায় জিতে ফেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। ফাইনালে এসে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয় ফ্রান্সের অধিনায়ক হুগো লরিসের। বিশ্বকাপের সেই হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই লরিস এবার দিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা। ফ্রান্সের জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচে খেলা লরিস অবসরের ঘোষণার সঙ্গে ইঙ্গিত দিয়েছেন নিজের উত্তরসূরি সম্পর্কেও। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে অবশ্য আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন লরিস। লরিস বলেন, ‘একটা সময় আসে যখন উত্তরসূরিকে জায়গা ছেড়ে দিতেই হয়। আমি এর আগেও অনেক বার বলেছি, ফ্রান্স দলটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি জানি আমাকে ছাড়াও মাঠে নামার জন্য তৈরি বাকি দল। গোলরক্ষক হিসেবে তৈরি আছেন মাইক ম্যাগনান।’ ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, ‘নিজের সেরা সময়েই অবসর নেওয়া ভালো। ফর্ম পড়ে গেলে অনেকেই চলে আসবে আমার জায়গায়। এর চেয়ে নিজে নিজেই জায়গাটা ছেড়ে দেওয়া ভালো। এছাড়াও আমার মনে হয় পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো উচিত। আমার স্ত্রী এবং সন্তানদের সময় দিতে চাই।’
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা