অনলাইন ডেস্ক :
প্রথমবার কোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সিলভিনিয়ো। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার লক্ষ্যে ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডারকে নিয়োগ দিয়েছে আলবেনিয়া। দেশটির ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী সিলভিনিয়োর সঙ্গে দেড় বছরের চুক্তির কথা জানায়। ক্লাব ফুটবলে করিন্থিয়ান্স, আর্সেনাল, সেল্তা ভিগো, বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা সিলভিনিয়ো ২০১১ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে নাম লেখান। ব্রাজিল জাতীয় দলসহ বেশ কয়েকটি ক্লাবে সহকারী কোচের দায়িত্ব পালনের পর ২০১৯ সালে তিনি ফরাসি দল লিওঁর প্রধান কোচ হন। এরপর ২০২১ সালের মে থেকে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত করিন্থিয়ান্সের কোচ হিসেবে কাজ করার পর এবার নতুন দায়িত্ব নিলেন ব্রাজিলের হয়ে ৬ ম্যাচ খেলা সিলভিনিয়ো। দায়িত্ব পেয়ে জানিয়ে দিলেন তার লক্ষ্য। “ভালো কাজ করার, ইতিবাচক ফলাফল আনার এবং আলবেনিয়ান জাতীয় দলের যেখানে থাকা উচিত সেখানে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে আমাদের।” ইতালিয়ান কোচ এদোয়ার্দো রেহার স্থলাভিষিক্ত হলেন সিলভিনিয়ো। তিন বছরের অধ্যায়ে আলবেনিয়াকে কোনো বড় টুর্নামেন্টে নিয়ে যেতে পারেননি রেহা। বড় টুর্নামেন্টে আলবেনিয়ার অংশগ্রহণ বলতে শুধু ২০১৬ ইউরোর গ্রুপ পর্বে খেলা। ২০২৪ ইউরোর বাছাইপর্বে ‘ই’ গ্রুপে পোল্যান্ড, চেক রিপাবলিক, ফারো আইসল্যান্ড ও মলডোভার সঙ্গে আছে তারা।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা