অনলাইন ডেস্ক :
বিশ্বনন্দিত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। ২০০৭ সালে স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। সে সময়ে মেয়ের ব্যক্তিগত জীবন ও অর্থ-সম্পত্তি দেখাশোনার জন্য আইনি তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন বাবা জেমি স্পিয়ার্স। প্রায় ১৩ বছর ধরে তিনি ব্রিটনি ও তার সম্পত্তির নিয়ন্ত্রণে নিযুক্ত। কিছুদিন আগে আদালতে ব্রিটনি তার বাবার বিরুদ্ধে অর্থের অপব্যবহারের অভিযোগ তোলেন। নতুন খবর হলো ব্রিটনির ব্যক্তিগত ও আর্থিক দায়দায়িত্ব থেকে পদত্যাগ করছেন তার বাবা জ্যামি স্পিয়ার্স। ১৩ বছর পর এই দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। এরইমধ্যে ব্রিটনির তত্ত্বাবধায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে জ্যামিকে। তবে ব্রিটনির সব অভিযোগ অস্বীকার করেছেন তার বাবা। তার মতে, তিনি যা করেছেন, মেয়ের ভালোর জন্যই করেছেন।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম