অনলাইন ডেস্ক :
ফর্মের তুঙ্গে থাকা তৌহিদ হৃদয়ের ব্যাটিং কারিশমা হুট করেই থেমে গেল। আঙুলে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এই তরুণ। মঙ্গলবার ফিল্ডিং করার সময় পাওয়া চোটে তার আঙুলে ৮টি সেলাই পড়েছে! কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে হৃদয়কে। গত মঙ্গলবার রাতে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটিতে আগে ব্যাট করতে নামা সিলেটের হয়ে ৪৬ বলে ৮৪ রানের ঝড় বইয়ে দেন হৃদয়। পরে ফিল্ডিংয়ে নেমে তিনি চোট পান। ঢাকার ইনিংসের দ্বাদশ ওভারে রেজাউর রহমান রাজা অফ স্টাম্পের বাইরের একটি শর্ট বলে কাট করেন নাসির হোসেন। বল তীব্র গতিতে উড়ে যায় পয়েন্টে। সেখানে ফিল্ডিং করছিলেন হৃদয়। বল তার আঙুলে ছোবল দিয়ে ছুটে যায় বাউন্ডারিতে। সাথে সাথে রক্ত ঝরতে থাকে, যন্ত্রণায় কুঁকড়ে যান হৃদয়। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন। মঙ্গলবার গভীর রাতে সিলেট দলের পক্ষ থেকে জানানো হয়, হৃদয়ের আঙুলে ৮টি সেলাই পড়েছে! তার হাতে ৮ সেলাই পড়ার খবর। সিলেটের হয়ে সর্বশেষ তিন ম্যাচেই ফিফটি করেছেন হৃদয়। তিন ম্যাচেই ২২ বছর বয়সী ব্যাটারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ৪ ম্যাচে ৬৫ গড় ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক হৃদয়। প্রতি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছিলেন। এর মাঝেই অনাকাক্সিক্ষত দুর্ঘটনা মাঠের বাইরে ছিটকে দিল এই তরুণকে।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা