January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 7:36 pm

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৫ ঘন্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পাঁচ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকে। সকাল সাড়ে ৫টায় কুয়াশার ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে দুইটি ফেরি খান জাহান আলী ও শাহ মখদুম নোঙর করে রাখা হয়।

তিনি আরও জানান, সকাল সাড়ে ১০টায় কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরি দুইটিও ঘাটে ভিড়েছে।

এদিকে, ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে ভোর ৪টা থেকে এখন পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রয়েছে। আরিচা ও কাজিরহাট ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

—-ইউএনবি