November 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 15th, 2021, 7:53 pm

চলে গেলেন জার্ড মুলার

অনলাইন ডেস্ক :

জার্মানির কিংবদন্তি ফুটবলার জার্ড মুলার আর নেই। রোববার সকালে ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন সাবেক এই স্ট্রাইকার। খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ। ২০১৫ সালে আলঝেইমার্স রোগে আক্রান্ত হওয়ার পর নিজ বাড়িতেই বিশেষ পরিচর্যায় জীবন যাপন করছিলেন। ৬০ ও ৭০-এর দশকে খ্যাতনামা ফুটবলার ছিলেন মুলার। বায়ার্ন মিউনিখের হয়ে দারুণসব কীর্তি রয়েছে তার। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত এই ক্লাবে খেলে ৬০৭ ম্যাচে ৫৬৬টি গোল করে অনন্য রেকর্ডও গড়েছেন। জিতেছেন চারটি বুন্দেস লিগা ও তিনটি ইউরোপিয়ান কাপের শিরোপা। আর সেই সময়ই পশ্চিম জার্মানির হয়ে শিরোপা জিতেছেন ১৯৭৪ বিশ্বকাপে। ফাইনালে তার জয়সূচক গোলে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় পশ্চিম জার্মানি। সেই বিশ্বকাপে তার গোল ছিল চারটি। এ ছাড়া নিজ দেশের হয়ে মোট ৬২টি ম্যাচে করেছেন ৬৮ গোল। ১৯৭০ সালে ফিফা ব্যালন ডি’অরও জিতেছেন এই সাবেক তারকা।