Sunday, August 15th, 2021, 8:00 pm

বড় জয় পেল ইউনাইটেড

অনলাইন ডেস্ক :

মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করল ম্যানচেস্টার ইউনাইটেড। আর এর মূল কারিগর দুই মিডফিল্ডার পল পগবা ও ব্রুনো ফার্নান্দেজ। একজন করেছেন চার অ্যাসিস্ট, আরেক জন করেছেন গোলের হ্যাটট্রিক। এই জুটির কল্যাণে শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পায় রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৩০ মিনিটে করা পগবার অ্যাসিস্টে ফার্নান্দেজের গোলে বিরতিতে যায় ইউনাইটেড। বিরতি থেকে ফিরে লিডসকে সমতায় ফেরান আইলিং। গোল খেয়ে যেন তেতে উঠে স্বাগতিকরা। ১৮ মিনিটের ব্যবধানে চার গোল করে লিডসকে নিয়ে ছেলেখেলা করে ওলে গানার সোলশারের দল। চার গোলের তিনটিতেই অ্যাসিস্ট করেছেন পগবা। আর ৫৪ ও ৬০ মিনিটে দুর্দান্ত দুটি গোল করে ক্লাবের হয়ে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন ফার্নান্দেজ। বাকি দুটি গোল আসে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। এদিকে প্রিমিয়ার লিগের উদ্বোধনী লজ্জার হার উপহার দিয়েছে আর্সেনাল। ৭৪ বছর পর প্রথমবারের মতো প্রথম বিভাগ ফুটবল খেলতে আসা ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হেরেছে গানাররা। ব্রেন্টফোর্ডের হয়ে গোল দুটি করেন সের্হি কানোস ও ক্রিস্টিয়ান নরগার্ড।