January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 13th, 2023, 8:09 pm

ওজন কমিয়ে তানজীবের সঙ্গে দীঘি

অনলাইন ডেস্ক :

সম্প্রতি ওজন কমিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ওজন কমানোর পর প্রথমবার ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী। তানজীব সারোয়ারের একটি গানে সম্প্রতি মডেল হয়েছেন। দীঘির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তানজীব নিজেও। গানের নাম ‘ভালো থাকার কারণ’। গানের সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানের ভিডিওতে নির্দেশনা দিয়েছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। শিগগিরই এই গান প্রকাশ পাবে। গান প্রসঙ্গে তানজীব সারোয়ার বলেন, ‘নতুন একটি গান করেছি। এই গান আর ভিডিওর স্বপ্ন জয়ে বলব দারুণ কিছু হতে যাচ্ছে। আর দীঘির সঙ্গে প্রথম কাজ, ভক্তরা উপভোগ করবেন বলে মনে করি।’ এ প্রসঙ্গে দীঘি বলেন, ওজন কমিয়েছি, ‘এই লুকে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। মিউজিক ভিডিও হলেও গল্প খুবই দারুণ। আর তানজীব ভাইয়ার সঙ্গে প্রথমবার কাজ করলাম, এটা খুবই ভালো অভিজ্ঞতা। নতুন এই লুকে ভক্তরা ভালো বলতে পারবেন আমাকে কেমন লাগছে। আমি আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’ গানের দৃশ্যায়ন হয়েছে ধামরাইয়ের একটি শুটিং হাউসে। এ ছাড়া একই এলাকার প্রাকৃতিক পরিবেশে একাধিক শুট করা হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।