অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার। শুক্রবার (১৩ জানুয়ারী) তার ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পরে তাকে ঢাকার ডেমরায় অবস্থিত সানারপাড় এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর ২০ বছর পর আজও তিনি এ দেশের সিনেমাপ্রেমীদের কাছে ভালোবাসার এক নাম। এ অভিনেতার পুরো নাম দিলদার হোসেন। তবে সিনেমায় তিনি শুধুই দিলদার। এ নামেই দর্শক চেনেন তাকে। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের ‘কেন এমন হয়’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে তিনি কৌতুক অভিনেতা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী, অনন্য প্রতিভার স্বাক্ষর রাখতে থাকেন বাংলা চলচ্চিত্রে। দিলদারের জনপ্রিয়তা এতটাই ছিল যে তাকে নায়ক করেও সিনেমা নির্মাণ করা হয়েছিল। সে সিনেমার নাম ‘আব্দুল্লাহ’। এতে তার নায়িকা ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নূতন। শুধু তাই নয়, এমন অনেক ছবি ছিল যেখানে শুধু তার কথা ভেবেই চিত্রনাট্য আলাদাভাবে লেখা হতো। অসংখ্য বাংলা সিনেমায় অভিনয়ের পর মৃত্যুর বছরেই দিলদার সেরা কৌতুক অভিনেতা হিসেবে ‘তুমি শুধু আমার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ব্যক্তিজীবনে দিলদার দুই কন্যাসন্তান রেখে গেছেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া, ‘সুন্দর আলীর জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’, ‘গাড়িয়াল ভাই’, ‘অচিন দেশের রাজকুমার’, ‘প্রেম যমুনা’, ‘বাঁশিওয়ালা’ ইত্যাদি উল্লেখযোগ্য।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!