জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :
ময়মনসিংহের হালুয়াঘাটে ইভটিজিং, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ এবং অপমৃত্যু রোধকল্পে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে হালুয়াঘাট থানার আয়োজনে জয়িতা মার্কেট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান’র প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (বি.পি.এম.-সেবা))। উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান।
এছাড়াও অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসান, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মো. ওয়ারিছ উদ্দিন সুমন, আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, মোর্শেদ আনোয়ার খোকন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, জেলা পরিষদ সদস্য কাঞ্চন কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব দত্ত, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ জেলা পুলিশ সুপারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ পুলিশ সুপার দীপক চন্দ্র দে।
আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। তিনি অপরাধ প্রতিরোধে উপস্থিত সকলকে সচেতন নাগরিক হওয়া-সহ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। জনগণ যদি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে তাহলে অপরাধ প্রবণতা কমে আসবে। এ জন্য প্রত্যেক পিতা-মাতাকে তাঁর নিজ-নিজ সন্তানদের প্রতি দৃষ্টি রাখার আহ্বান জানান
আলোচনা সভা শেষে অসহায় দুস্থ নারী ও গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত