প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিত্তশালী অংশকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, কারণ তার সরকার দেশের সব গৃহহীন মানুষের জন্য ঘরের ব্যবস্থা করতে কাজ করছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এটি আমাদের লক্ষ্য।’
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীনদের ঘর নির্মাণে ৩৬টি ব্যাংক মোট ১১৩ দশমিক ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ গৃহহীন ও ভূমিহীন মানুষকে ইতোমধ্যেই ঘর দেয়া হয়েছে এবং বাকিরাও আবাস পাবে।
তিনি আরও বলেন, যারা আশ্রয়ণ বাড়ি পেয়েছেন তাদের হাসি ও তৃপ্তির চেয়ে বড় কিছু হতে পারে না।
তিনি বলেন, দুই দশমিক জমিতে আশ্রয়ণ বাড়ি পাওয়া অনেকেই সেখানে সবজি চাষ, মুরগি পালন, কুটির শিল্প ও দোকান খুলছেন।
তিনি বলেন, ‘তারা (স্বাভাবিক) জীবিকা নির্বাহের পথ খুঁজে পাচ্ছে।’
ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণে সচ্ছল অংশকে এগিয়ে আসতে বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, শুধু সরকার নয়, আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব।
প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে অনুদান প্রদানের জন্য বিএবি ও ব্যাংকারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার আপনাদেরকে (সহায়তা দেয়ার জন্য) বলারও দরকার নেই। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন এবং যেকোনো দুর্যোগ ও সংকটের সময় সাহায্য করেন।
বেসরকারি খাতে ব্যাংক খোলার জন্য তার সরকারের উদ্যোগের দিকে দৃষ্টি নিবদ্ধ করে তিনি বলেন, বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠার ফলে তিন লাখ গ্র্যাজুয়েটের কর্মসংস্থান হয়েছে। ‘এটি একটি বড় বিষয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব দুর্যোগ কাটিয়ে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
বিশ্ব অর্থনীতিতে কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যান্য দেশের মতো আমরা বড় সমস্যায় নেই। আমরা এটা কাটিয়ে উঠছি।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
—-ইউএনবি
আরও পড়ুন
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে : রাষ্ট্রপতি