January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 15th, 2023, 12:49 pm

রংপুরে ২০২২ সালে ২২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব-১৩

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

রংপুরের র‌্যাব-১৩, সাইবার মনিটরিং সেল ২০২২ সালে ২২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে। র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাবের একটি প্রশিক্ষিত সাইবার টিম ভারপ্রাপ্ত অধিনায়ক এর তত্ত্বাবধায়নে জনসাধারনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে এর মূল মালিকের নিকট হস্তান্তরের মাধ্যমে নিরালস ভাবে সেবা প্রদান করে যাচ্ছে। এর মাধ্যমে র‌্যাব-১৩, রংপুর এর প্রশিক্ষিত সাইবার টিম গত বছর জানুয়ারী মাস থেকে ডিসেম্বর-২২ মাস পর্যন্ত র‌্যাবের আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া ২২০টি মোবাইল ফোন উদ্ধার করে সে সব জিডি কারী ব্যক্তির নিকট হস্তান্তর করা হয়। জনগণের কল্যাণের কথা মাথায় রেখে র‌্যাব তাদের আভিযানিক ব্যস্ততার মাঝে জনগনের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।