January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 3:33 pm

সিলেটে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট বিভাগে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা ও দায়রা আদালত জজ ভবনের সামনে বিশাল মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সিলেট বিভাগ হাইকোর্ট বেঞ্চ স্থাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট বদরুল আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, সাবেক পিপি এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেটু এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এ কে এম শমিউল আলম, এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, জেলা বারের নব নির্বাচিত সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিনিয়র আইনজীবী আক্তার হোসেন খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট শামীম হাসান চৌধুরী, বারের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সিনিয়র আইনজীবী এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট জহুরা জেসমিন, এডভোকেট সাইফুর রহমান, এডভোকেট সালমান উদ্দিন, এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট কবির আহমদ, এডভোকেট রেদওয়ানুল ইসলাম, এডভোকেট সুলতানা রাজিয়া ডলি, এডভোকেট শাবানা ইসলাম, এডভোকেট আব্দুল মালেক, এডভোকেট আলী হায়দার, এডভোকেট রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে অতিতে হাইকোর্ট বেঞ্চ ছিল। কিন্তু কোন এক অদৃশ্য কারণে সিলেট থেকে বেঞ্চটিকে তুলে নেয়া হয়। যার কারণে হাইকোর্টে প্রেকটিসকারী আইনজীবীগনের পাশাপাশি বিচারপ্রার্থী মানুষের ভোগান্তির শেষ নেই। সিলেটে সকল ধরনের সুযোগ সুবিধা আছে। তাই আমরা সদাসয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে সিলেটে অবিলম্বে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করুন। এতে করে বিচারপ্রার্থী মানুষের দূর্ভোগ লাঘব হবে এবং মামলা নিষ্পত্তিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানববন্ধনে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র সহ বিপুল সংখ্যক আইনজীবীগণ উপস্থিত ছিলেন।