কুমিল্লার লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ধর্মপুর এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- জেলার বরুড়া উপজেলার দীঘলগাঁও গ্রামের মৃত মোহাম্মদ খান এর ছেলে জাহাঙ্গীর মিয়া (৪৭) এবং মৃত গফুর মিয়ার ছেলে ফরিদ মিয়া (৬০)। উভয়ে পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি।
পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে দুইজন কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় জামান ব্রিকস ফিল্ড (ফাঁকা এলাকা) এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি যানবাহন তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।
লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মোরশেদুল আলম ভূঁইয়া জানান, খবর পেয়ে নিহতদের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি

আরও পড়ুন
ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেলেন প্রিন্স
কুমিল্লায় র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১
তারেক রহমানের প্রত্যাবর্তন রংপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী সামুর নেতৃত্বে ঢাকায় যাচ্ছে রংপুরের ২০ হাজার নেতাকর্মী