January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 19th, 2023, 7:32 pm

নড়াইলে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা!

নড়াইলে পারিবারিক কলহের জের ধরে এক মা দুই সন্তানসহ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৮ জানুয়ারি) শহরের ভাওয়াখালীতে এ ঘটনা ঘটেছে।

আশংকাজনক অবস্থায় তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্মহত্যার চেষ্টাকারী সাতক্ষীরা জেলার মিঠু শেখের স্ত্রী শিউলি বেগম (৩২), রাব্বি (৭) ও ইলমা (৪) দুই সন্তানের জননী।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, মিঠু সম্প্রতি অন্য এক নারীকে বিয়ে করে শিউলিকে পারিবারিক খরচের জন্য টাকা দেয়া বন্ধ করে দেয়। এ নিয়ে বিরোধের জের ধরে বুধবার শিউলিকে বেদম মারধর করে মিঠু। নির্যাতন সহ্য করতে না পেরে দুই সন্তানসহ তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। জুসের সঙ্গে প্রথমে দুই সন্তানকে বিষপান করিয়ে পরে নিজে বিষপান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের সদর হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনার পর থেকে মিঠু ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে।

প্রতিবেশীরা জানান, ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু সন্তান রাব্বিকে (৭) স্কুল থেকে ডেকে এনে মা শিউলি বেগম তাকে এবং ছোট বোন ইলমাকে (৪) জুসের সঙ্গে বিষপান করান। আশংকজনক অবস্থায় প্রতিবেশিরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে ছেলে রাব্বি কিছুটা সুস্থ হলেও বোন ইলমা ও মা শিউলি বেগম স্বাভাবিক হতে পারেননি।

—-ইউএনবি