অনলাইন ডেস্ক :
২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দলের সুপারস্টার লিওনেল মেসির এক অসধারন গুনের কথা উল্লেখ করেছেণ। একইসাথে তিনি জানিয়েছেন সতীর্থদের উপর মেসির প্রভাব কতটুকু। বিশ্বকাপে দলকে শিরোপা উপহার দেয়া ছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয় করেছেন মেসি। অনেকেই ধরে নিয়েছেন এটাই হয়তোবা মেসির শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার পর মাস খানেকেরও বেশী সময় পার হয়ে গেলেও এখনো আর্জেন্টাইন খেলোয়াড়রা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতারের সুখকর স্মৃতিগুলো সমর্থকদের সামনে তুলে ধরেন। স্কালোনিও এর ব্যতিক্রম নন। বিশ্বকাপ শেষে শিষ্যদের দারুনভাবে মিস করা স্কালোনিও বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পুরো দলের প্রশংসাই করেছেন। স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাতকারে স্কালোনি মেসি সম্পর্কে বলেছেন, ‘সে একজন সত্যিকারের ফুটবল নেতা। সবাই তা দেখেছে। কিন্তু মাঠের বাইরে মেসি যখন সকলকে উদ্বুধ্ব করতে কথা বলেন তা অসাধারণ। সকলের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এই গুন অনেকের মাঝেই থাকেনা। শুধুমাত্র একজন ফুটবলার হিসেবে নয়, যেকোন ব্যক্তির পক্ষে এটা কঠিন। আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু সে আমাদের মধ্যে কি বার্তা ছড়িয়ে দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। যখন মেসি কথা বলে কিভাবে সতীর্থরা তার দিকে তাকিয়ে থাকে। সকলের মধ্যে ভিন্ন এক অনুপ্রেরণার জন্ম হয়। সত্যি বলতে কি এটা বর্ণনা করা কঠিন।’ ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মত বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিল মেসি। আর সেটাই বিশ^কাপে আত্মবিশ্বাস যুগিয়েছে বলে স্কালোনি মনে করেন। তিনি বলেন, ‘ব্রাজিলের কোপা আমেরিকার আসরটি মেসি দারুনভাবে উপভোগ করেছিল। কার্যত সে এই টুর্নামেন্টে অন্য যেকোন সময়ের তুলনায় সতীর্থদের সাথে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল।’
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা