January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 7:12 pm

ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ

ফাইল ছবি

নিয়ম-নীতি লঙ্ঘন ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অভিযোগে ১১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষার্থীদের শাস্তির এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাবি প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিন্ডিকেটে পাসের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, বহিষ্কৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সুরজা সেন হলের জিম নাজমুল। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইভটিজিংয়ের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, বিশ্ববিদ্যালয়ের নিয়ম পরিপন্থী আচরণ ও মাদক সেবনের অভিযোগে ১১৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

কমিটি বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ১১৩ জনকে শাস্তি প্রদান করে। অধিভুক্ত কলেজের প্রায় ১০৯ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও দায়িত্ব পালনের সময় শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য দুই থেকে চার বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

ঢাবির অপর চার শিক্ষার্থীকেও শৃঙ্খলা ভঙ্গের দায়ে সর্বোচ্চ দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

—-ইউএনবি