January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 7:58 pm

বর্ষসেরা ক্রিকেটার বাবর আজম

অনলাইন ডেস্ক :

ব্যাট হাতে কয়েক বছর ধরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ২০২২ সালেও নিয়মিত হেসেছে তাঁর ব্যাট। এরই স্বীকৃতি পেলেন বাবর। বৃহস্পতিবার ২০২২ সালের সেরা ক্রিকেটার হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে আইসিসি। এবারের ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ উঠছে বাবরের হাতে। গতবার এই স্বীকৃতি পেয়েছিলেন পাকিস্তানেরই আরেক ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। আর এবার জিতলেন বাবর। ২০২২ সালে তিন ফরম্যাটে ৪৪ ম্যাচ খেলেছেন পাক অধিনায়ক। ৫৪.১২ গড়ে তাঁর সংগ্রহ ২,৫৯৮ রান। আটটি সেঞ্চুরির পাশাপাশি বাবর হাঁকিয়েছেন ১৫টি অর্ধশতও। ইংলিশ তারকা বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও কিউই পেসার টিম সাউদিকে পেছনে ফেলেন বাবর। ২০২২ সালে ৯ টেস্টে ৬৯.৬৪ গড়ে ১১৮৪ রান সংগ্রহ করেছেন বাবর। এ সময় তিনি ওয়ানডেও খেলেছেন ৯টি। ৮৪.৮৭ গড়ে বাবরের মোট রান ৬৭৯। সবচেয়ে বেশি খেলেছেন টি-টোয়েন্টি। ২৬ টি-টোয়েন্টিতে ৩১.৯৫ গড়ে ৭৩৫ রান করেছেন বাবর।