January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 8:02 pm

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হলেন জানসেন

অনলাইন ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন। ব্যাট ও বল হাতে ২০২২ সালে ২২ গজে দাপট দেখিয়েছেন তিনি। ২০২২ সালে টেস্টে ৩৬টি উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২টি ও টি-২০ তে একটি উইকেট নিয়েছেন জানসেন। আর ব্যাট হাতে ২১.২৭ গড়ে করেন ২৩৪ রান। ব্যাটে-বলে এমন পারফরম্যান্সে পুরস্কারস্বরূপ পেলেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের খেতাব। জানসেনের সঙ্গে বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন ভারতের অর্শ্বদ্বীপ সিং, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। এই তিনজনকে পেছনে ফেলে ২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার জানসেন। ২০২১ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক হয় জানসেনের। এরপর ২০২২ সালে ঘরের মাঠে ১৩.৫০ গড়ে ১৪ উইকেট, ইংল্যান্ডে ১৩.১১ ও অস্ট্রেলিয়ায় ১৩.৩৩ গড়ে ১৪টি উইকেট নেন জানসেন। আর নিউজিল্যান্ডের মাটিতে ২৮.৫৫ গড়ে ৯ উইকেট এই প্রোটিয়া অলরাউন্ডার।