January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 8:04 pm

৩৩ বছর পর টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক :

বিখ্যাত মার্কিন বক্সার মাইক টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। তাও আবার ৩৩ বছর পরে! নব্বইয়ের দশকের শুরুতে একটি নাইট ক্লাবে টাইসন নাকি সেই নারীকে ধর্ষণ করেছিলেন। এমনই মারাত্মক অভিযোগ করেছেন সেই মার্কিন নারী। তার দাবি, ধর্ষণের সেই ঘটনার পর শারীরিক এবং মনসিকভাবে তার ক্ষতি হয়েছে এবং দীর্ঘদিন ধরে সে এই কষ্ট সহ্য করতে হয়েছে। অভিযোগকারী নারীর দাবি, তিনি টাইসনের গাড়িতে উঠেছিলেন। তারপরেই টাইসন জোর করে তার শরীরে আপত্তিকরভাবে হাত দেন এবং তাকে চুম্বন করার চেষ্টা করেছিলেন। তার মতে, ‘আমি বারবার টাইসনকে আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু টাইসনের শারীরিক শক্তির কাছে আমি হেরে গিয়েছিলাম। তারপর সে আমার প্যান্ট খুলে ধর্ষণ করে।’ তবে তার আইনজীবী ড্যারেন সিলবার্গ বলেন, ‘আমি শুধু নারীর কথায় বিশ্বাস করিনি। তার অভিযোগের সত্যতা অনুসন্ধান করে দেখেছি।’ এদিকে অভিযোগকারী তার পরিচয় প্রকাশের শর্তে বলেছেন টাইসন সবসময় বিতর্কের কেন্দ্রে থেকেছেন। তবে এই বিতর্কিত ইস্যু নিয়ে ৫৬ বছরের টাইসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। টাইসন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছেন। তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রবিন গিভেন্সের সঙ্গে আশির দশকের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়েছিল টাইসনের। সেই সময় রবিন গিভেন্স অভিযোগ করেছিলেন যে টাইসন তার উপর শারীরিক নির্যাতন করতেন।