January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 26th, 2023, 8:08 pm

নারী ফুটবলের পাশে দাঁড়ালেন বসুন্ধরা

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে নারী ফুটবল সাফল্যের চূড়া ছুঁয়েছে। যা ছেলেদের ফুটবলও পারেনি। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছেন সাবিনা-সানজিদারা। নারী ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিতে এবার তাদের পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। আগামী তিন বছরের জন্য মেয়েদের ফুটবল উন্নয়নে কাজ করে যাবে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানটি। যৌথভাবে কাজ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) সঙ্গে বসুন্ধরা গ্রুপের আগামী তিন বছরের চুক্তি স্বাক্ষরও হয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় চুক্তিতে স্বাক্ষর করেছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এ সময় বাফুফের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর নিয়ে বিস্তারিত বলতে গিয়ে বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘নারী লিগ, মেয়েদের আন্তর্জাতিক ম্যাচসহ বাফুফের ক্যাম্পে যারা থাকছে তাদের সকল খরচ আমরা বহন করবো। আমরা প্রচারের জন্য স্পন্সরশিপ দিচ্ছি না। দেশের ফুটবলের উন্নয়নের জন্য এই স্পন্সরশিপ দিচ্ছি। পুরুষের তুলনায় মেয়েদের সাফল্য বেশি। তাই এই মেয়েদের যদি সমর্থন করা যায়, তবে আমার মনে হয় নারীরা আরও সফলতা এনে দিতে পারবে।’ বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এখানে চার ভাগের এক ভাগ ব্যবহার হবে লিগে। বাকিটা জাতীয় দলের জন্য। এই স্পন্সর অনেক সাহায্যও করবে। যখন কোনো স্পন্সর থাকে না, তখন এরকম স্পন্সর এলে সেটা তো অবশ্যই অনেক সাহায্য করবে।’