সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটিতে আগুন ধরে হেলপার নিহতের খবর পাওয়া গেছে।
রবিবার সকাল পৌনে ৯টার দিকে জেলার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার সবুজ মিয়ার (২০) গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একটিতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ওই ট্রাকের হেলপার মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সকালে খুব বেশি কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর একটি ট্রাকে আগুন ধরে যায়। সেই হেলপার ট্রাকে হয়তো ঘুমিয়ে ছিলেন। যে কারণে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। বর্তমানে ট্রাক দুটি দমকল বাহিনীর সহায়তায় সড়ক থেকে সরানো হয়েছে বলেও জানান পুলিশ।
—-ইউএনবি

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো