বাংলাদেশ ও ভারত সীমান্তের নিকটবর্তী একটি দুর্গম পাহাড়ি গ্রামে দুই দিনব্যাপী আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে নৃতাত্ত্বিক সম্প্রদায়ের শিশুরা স্কেচের মাধ্যমে তাদের চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ পায়।
মঙ্গলবার ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় হাজং ও গারোসহ বিভিন্ন নৃ-গোষ্ঠীর ৬০ জন শিশু-কিশোর অংশ নেয়।
প্রত্যন্ত অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীরাও তাদের দৈনন্দিন জীবন থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দেয়ায় নতুন উদ্যম দেখিয়েছে।
তাদের শিল্পকর্মগুলি তাদের জীবনের একটি ঝলকও সরবরাহ করেছিল যা সমতল ভূমিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রার চেয়ে আলাদা।
লাইটশোর ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছানোর এবং তাদের জীবনযাত্রার উন্নতিতে সহায়তা করার প্রচেষ্টার অংশ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
—ইউএনবি

আরও পড়ুন
ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বাংলাদেশের
কুমিল্লায় বাস–সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে বাসে আগুন, শিশুসহ নিহত ৪
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার