অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নিয়মিত রান করে দলের জয়ে অবদান রাখছেন। জবাব দিচ্ছেন সমালোচকদের। শনিবারও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেন ৪৪ বলে ৬০ রানের ইনিংস। হাঁকিয়েছেন ৬টি চার এবং ২টি ছক্কা। ম্যাচ শেষে শান্তর ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন তার সিলেট স্ট্রাইকার্সের জিম্বাবুইয়ান সতীর্থ রায়ান বার্ল। ১৭৫ রান তাড়া করতে নেমে ৭ উইকেটের জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচসেরা হয়েছেন শান্ত। সংবাদ সম্মেলনে শান্তর প্রশংসায় রায়ান বার্ল বলেন, ‘অসাধারণ, অসাধারণ খেলেছে সে। পাওয়ার প্লেতে সে যেভাবে শুরু করেছে, এর চেয়ে ভালো শুরু আর চাইতে পারতাম না আমরা। সব কৃতিত্ব তার। ক্লাসি স্টাইলিশ নান্দনিক―আরো যত শব্দ আছে, বলতে পারেন ইনিংসটি নিয়ে। দারুণ ইনিংস ছিল।’ সিলেটকে জেতানোর পথে রায়ান বার্ল নিজেও খেলেছেন ১৬ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস। তবে ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ ছিল বার্লের কণ্ঠে, ‘শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হতো। পানি পানের বিরতির সময় কোচরা এসে বললেন, “তুমি কাজ শেষ করে আসো। আমরা জানি তুমি পারবে।’ আমি বললাম, ‘আমি যতটা সম্ভব আগ্রাসী থাকার চেষ্টা করতে চাই। আস্কিং রান রেট কমাতে চাই। শেষের দিকের জন্য বা ১৮-১৯ ওভারের জন্য ফেলে রাখতে চাই না।’ শেষ পর্যন্ত যা হয়েছে, তাতে আমি খুশি।”
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা