নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে বিরোধীদলীয় নেতার চিকিৎসা চলছে। তার আরোগ্য কামনায় পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
শুধু সংস্কার ও নির্বাচন প্রশ্নে নয়, বাংলাদেশের ভবিষ্যতের জন্যও প্রয়োজন ঐক্য
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সতর্কতামূলক ব্যবস্থা দুর্যোগের ক্ষতি থেকে বাঁচার সহায়ক
শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন