অনলাইন ডেস্ক :
ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে শনিবার রাতে রিডিংয়ের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ৩-১ গোলে জয় পেয়েছে রেড ডেভিলরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পর ভয়ংকর হয়ে উঠে এরিক টেন হাগের শিষ্যরা। ৫৫তম মিনিটে অ্যান্থনির অ্যাসিস্টে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন কাসেমিরো। তিন মিনিট পর ফের কাসেমিরোর গোল। এই গোলটির অ্যাস্টিট করেন আরেক ব্রাজিলীয় ফ্রেড। ৬৬তম মিনিটে গোল করেন ফ্রেড নিজেই। পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বলে গোলটি করেন তিনি। ৩ গোল হজমের পর ম্যাচের ৭২ মিনিটে একটি গোল পরিশোধ করে রিডিং। তবে এটা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। কাসেমিরোর পারফরম্যান্সে মুগ্ধ ম্যানইউ কোচ এরিক টেন হাগ, ‘সে অত্যন্ত বিচক্ষণ খেলোয়াড়। মাঠে নিজের জায়গা সম্পর্কে সচেতন সে। কীভাবে বল সামলাতে হয় ও খেলায় সৃষ্টিশীলতা যোগ করতে হয়, সেটা তাঁর ভালোই জানা আছে। আমরা তাকে নিয়ে সত্যিই অনেক খুশি। দলের উন্নতির জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা