January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 29th, 2023, 10:01 am

রংপুর জেলা রোভার স্কাউটের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে রংপুরে জেলা রোভার স্কাউটের আয়োজনে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার সকালে রংপুর জেলা রোভারের আওতাধীন বিভিন্ন কলেজ ও মুক্ত স্কাউট গ্রুপ সমূহের রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সভাকক্ষে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক মহাদেব কুমার গুন এর সভাপতিত্বে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউটরা ৮টি ক্যাটাগরির সংগীত (রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক, আধুনিক), নৃত্য (উচ্চাঙ্গ) চিত্রাংকন, কেরাত, আবৃত্তি (কবিতা), যন্ত্র সংগীত, মূকাভিনয় ও বাংলা ভাষার উপস্থাপনা প্রতিযোগিতায় প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের রোভার স্কাউট লিডার মোঃ আব্দুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুবার রহমান সোহেল, জেলা রোভার লিডার প্রতিনিধি মোঃ খালেদুল ইসলাম, গার্ল-ইন রোভার স্কাউট লিডার মনিরা আখতার ও রাহাত পারভীন।
বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্ট’স ও রোভার অঞ্চলের নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিতাের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা বিভাগীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।