নিজস্ব প্রতিবেদক , রংপুর :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুরে এলজিইডির কর্মকর্তা, কর্মচারীগণ মানববন্ধন করেছেন। সোমবার বিকেলে রংপুর এলজিইডি ভবনের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমানবন্দর সড়ক উন্নয়ন সম্পর্কিত আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োজিত স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানির উপর জনৈক সাহাব উদ্দিনের নেতৃত্বে ঠিকাদার নামধারী ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। অসাধু ও সন্ত্রাসী ঠিকাদারগণ বিধিবহির্ভূত কাজ প্রদানের চাপ প্রয়োগ করলে তিনি সম্মতি প্রদান না করায় তার উপর বর্বরোচিত এই হামলা করা হয়। যা সরকারের অগ্রযাত্রার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। মানববন্ধনের মাধ্যমে রংপুর এলজিইডির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদসহ হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্ম্মন, রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী আবু জাফর মো: তৌফিক হাসান, রংপুরের নির্বাহী রংপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী প্রমূখ। এ সময় রংপুর বিভাগ,অঞ্চল ও জেলা এলজিইডির সকল কর্মকর্তা কর্মচারীগণ মানববন্ধনে অংশ নেয়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী