অনলাইন ডেস্ক :
টেলিফিল্মের শুটিং সেটে আগুনে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখি খুব একটা শঙ্কামুক্ত নন। তাঁর শরীরের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে (ডিপ বার্ন) সঙ্গে তাঁর শ্বাসনালি পুড়ে গেছে। শারমিন আঁখির শারীরিক অবস্থা জানতে প্রসঙ্গে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। আঁখির স্বামী নাট্য নির্মাতা রাহাত কবির জানিয়েছেন, ‘বার্ন রোগীর শারীরিক অবস্থা ফল করার আশঙ্কা থাকে। এ ধরনের রোগী সেনসেটিভ। পাঁচ থেকে দিন না গেলে অবস্থা বোঝা যাবে না। প্রতিটি মুহূর্ত আমাদের চিন্তা করতে হচ্ছে। অবস্থা এখনো স্ট্যাবল নয়।’ গত রোববার রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং সেটে আহত হন শারমিন আঁখি। চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান