জেলা প্রতিনিধি, সিলেট:
সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত নগরের ৯ টি স্যাটেলাইট স্কুলের হত-দরিদ্র শিক্ষার্থীদের পোশাক ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে সিসিক।
মঙ্গলবার (৩১ জানুয়ারি ২০২৩) সকাল ১১ টায় নগর ভবনে সিসিক আয়োজিত অনুষ্ঠানে ৯টি স্যাটেলাইট স্কুলের ৩০০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও পোশাক প্রদান করা হয়।
অনুষ্ঠানে পধান অথিথি হিসেবে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তোলে দেন। সিসিকের বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফজল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিটি স্যাটেলাইট স্কুলের শিক্ষক রুমানা বেগম ও রাহেলা জেরিন কানন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিটি স্যাটেলাইট স্কুলের শিক্ষক মো. মারুফ আহমদ।
আরও পড়ুন
গঙ্গাচড়ায় কিশোর কিশোরী ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়াপ্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
রংপুর বিভাগ চালের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ
সাপাহারে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে নবাগত ইউএনও সেলিম আহমেদ