January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 7:47 pm

চাঁদপুরে ফেরির ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকায় চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের মেঘনা নদীতে ফেরির ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি হয়েছে।

নিখোঁজ জেলে ছনু গাজী (৬০) সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান ইউএনবি কে জানান, মঙ্গলবার ভোরে ফেরি গোলাম মাওলার ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এসময় নদীতে ঘন কুয়াশা ছিল। ওই নৌকায় থাকা সাত জেলের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। তার সন্ধানে যৌথ অভিযানে নেমেছে নৌপুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। বিকাল পযর্ন্ত নিখোঁজ জেলের সন্ধান মিলেনি।

দুর্ঘটনার শিকার অন্যতম জেলে ইব্রাহিম গাজী জানান, দূর থেকে তারা টর্চের আলো জ্বালিয়ে সংকেত দেয়ার পরও ফেরিটি তাদের নৌকার ওপর উঠে গেছে। এতে নৌকায় থাকা সাত জেলেই নদীতে পড়ে গিয়েছিলেন। তবে সাঁতরে তিনিসহ ছয়জন তীরে উঠতে পারলেও বিকাল পর্যন্ত খোঁজ মেলেনি ছনু গাজীর। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ছয়জন জেলে কম-বেশি আহত হয়েছেন।

—-ইউএনবি