January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 1st, 2023, 2:46 pm

সিলেটে ভাষার মাসকে বরণ

জেলা প্রতিনিধি, সিলেট :

১ ফেব্রুয়ারি। শুরু হয়েছে মহান ভাষা আন্দোলনের মাস। ভাষার মাসকে বরণ করে নিতে সিলেটে হয়েছে বর্ণমালার মিছিল।
বুধবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের উদ্যোগে বের হয় এই বর্ণমালার মিছিল।
বর্ণমালার মিছিলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মজিবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমুখ অংশ নেন।
বর্ণমালার মিছিলে অ আ ক খ তথা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বহন করেন অংশগ্রহণকারীরা।